Hazi Abdul Quddus School and College
Andidil,Ashuganj,Brahmanbaria
EIIN: 103305,   Institute Code: 0608311204

Chairman Image

অধ্যক্ষ ড. মোঃ শাহজাহান আলম (সাজু)

Message of The Chairman

বিসমিল্লাহির রহমানির রাহিম। অধ্যক্ষ ড. মোঃ শাহজাহান আলম সাজু ১৯৬৭ সালের ৩০ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বৈকুন্ঠপুর (বড়তল্লা) গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা নাম মোঃ শামসুল হক। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বি.বি এ (অনার্স ) ও এম.বিএস (হিসাব বিজ্ঞান) পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল (ব্যবস্থাপনা) করছেন এবং আশুগঞ্জ বঙ্গবন্ধু কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ। ২০০৪ সালে তিনি জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন । এবং ২০১৯ সালে চট্টগ্রাম বিভাগীয় ভাবে কারিগরি শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। তিনি বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য সচিব এবং বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম আহবায়ক। তিনি বর্তমানে মাননীয় প্রধান মন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় পঞ্চম বারের মত বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যান ট্রাস্টের সদস্য সচিব হিসেবে কর্মরত আছেন। বহুমূখী প্রতিভার অধীকারী অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু লেখক, কলামিষ্ঠ, মুক্তিযুদ্ধ গবেষক ও বিশিষ্ট শিক্ষাবিদ। তারঁ গবেষনাধর্মী গ্রন্থ ইসলাম ও বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের উপর গবেষনামূলক গ্রন্থ মুক্তিযুদ্ধ এবং আশুগঞ্জ ছাড়াও বহু গ্রন্থের প্রনেতা। এ ছাড়া তিনি আর্ন্ত জাতিক পুরুস্কার প্রাপ্ত প্রামান্য চিত্র ‘জিয়ন কাঠি' এর নির্মাতা। অধ্যক্ষ ড. মোঃ শাহজাহান আলম সাজু একজন উদীয়মান সংগঠন। তিনি আশুগঞ্জ প্রেসক্লাব ও ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি ছিলেন। এছাড়া তিনি স্বেচ্ছাসেবী সংগঠন “ সিপাপ” এর বর্তমান চেয়ারম্যান। বিকাশে শিক্ষার কোন বিকল্প নেই। আমি এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করি । আমি আশাবাদী এই বিদ্যালয়টি প্রযুক্তি নির্ভর ও বিজ্ঞান মনস্ক জাতি গঠনের লক্ষ্যে দেশের একটি শীর্ষ স্থানীয় বিদ্যালয়ে পরিণত হবে।